আজহারুল হক ভূইয়া শিশু:: জগন্নাথপুর পৌর এলাকার খালিকনগর গ্রামে গাছ থেকে পড়ে গিয়ে এক শ্রমিককের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম ঝুলন দাস(৩৫)। সে ভবানীপুর গ্রামের তালুকদারবাড়ীর জুগেশ দাসের পুত্র। এলাকাবাসী সূত্র জানায়, ঝুলন দাস মঙ্গলবার সকালে শ্রমিক হিসেবে খালিকনগর গ্রামে গাছ কাটতে যান। গাছের ডাল কাটতে গাছের মগডালে উঠেন। সেখান থেকে অসাবধানবশত পড়ে গিয়ে দুপুর ১টার দিকে মারা যান। ঝুলন দাসের মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছলে তার বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। ঝুলন দাসের স্ত্রী ও অবুঝ দুই ছেলের কান্নায় এলাকায় এক শোকাবহ অবস্থা বিরাজ করছে।
Leave a Reply