স্টাফ রির্পোটার :- জগন্নাথপুরে গাছ কাটঁতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তির নাম ফারুক মিয়া (২৭)। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পন্ডিতা গ্রামের মৃত সোলেমান মিয়ার পুত্র।
এলাকবাসী জানান, ওই ইউনিয়নের চিলাউড়া গাঙ্গপাড় গ্রামের শাহানশাহ মিয়ার বাড়িতে গতকাল শনিবার সকালে গাছ কাটঁলে যান ফারুক মিয়া। অসাবধানবতা বশত গাছ কাটার সময় গাছের আঘাতে তিনি গুরুত্বর আহত হন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় লিলু ম্বেবার নামে আরেক জন ব্যাক্তি আহত হয়েছেন।