স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারের হোটেল-রেস্তোরাঁ আজ রোববার (৫ জুলাই) থেকে খুলেছেন ব্যবসায়ীরা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রশাসনের নির্দেশনায় গত প্রায় সাড়ে তিন ধরে জগন্নাথপুর বাজারের হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৩ মার্চ সন্ধ্যা থেকে স্থানীয় প্রশাসনের নির্দেশে প্রবাসী অধ্যুষিক জগন্নাথপুরে ঘোষিত লকডাউন শুরু হয়। রমজানের মাঝামাঝি দেশজুড়ে লকডাউন সীমিত হলেও জগন্নাথপুর বাজারে হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ ছিল। সম্প্রতি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল ধরণের দোকানপাট খোলা রাখা যাবে মর্মে আসা সরকারি নির্দেশনার পর জগন্নাথপুর উপজেলায় সেই পুরোনো চিত্র ফিরে এসেছে। আজ রোববার জগন্নাথপুর বাজারের অনেক হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলে ব্যবসা কার্যক্রম পরিচালনা শুরু করেছেন।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁর কার্যক্রম পরিচালনা করতে হবে ব্যবসায়ীদের। আমরা বাজার তদারকি করব।
প্রসঙ্গত, জগন্নাথপুরে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে জগন্নাথপুরের ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৫ জন সুস্থ হয়েছেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অধিকাংশ মানুষ মানছেন না। করোনার ঝুঁকি নিয়ে বাইরে অবাধে চলাচল করছেন উপজেলাবাসী।