স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ক্রীড়ার মান উন্নয়নে সহযোগিতার লক্ষে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সাবেক ক্রীড়ামোদিদের সমন্বয়েে এক মতবিনিময় সভা মঙ্গলবার লন্ডনের একটি রেস্টুরেন্টে হাজী মোঃ আব্দন নুর এর সভাপতিত্বে, মোঃ সেলিম উদ্দিন এবং মাছুম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় । সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ মুহিত মিয়া । মোঃ জহির আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়, সভায় উপস্থিত বক্তাগন তাদের বক্তব্যে এই মতবিনিময় সভার আয়োজকদের প্রশংসা করে এটিকে একটি ব্যতিক্রমী আয়োজন বলে উল্লেখ করেন এবং তারা জগন্নাথপুর উপজেলার ক্রীড়ার মান উন্নয়নে উপজেলার সকল নবীন এবং প্রবীন ক্রীড়ামোদীদেরকে এগিয়ে আসার আহব্বান জানান। সভার সভাপতি আব্দুন নূর সভার আয়োজকদের ভূয়সী প্রশংসা করে জগন্নাথপুর উপজিলার ক্রীড়ার সার্বিক মানউন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত উপজেলার সকল ক্রীড়ামোদিদের সমন্বয়ে ইহাকে একটি সংগঠনে রূপ দেওয়ার প্রতি গুরুত্বআরূপ করেন এবং উক্ত সংগঠনের জন্য একটি তহবিল গঠনের অনুরুধ করেন । তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে এই সংগঠনের তহবিলের জন্য ৫০০ পাউন্ড অনুদান ঘোষণা করেন । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ তরাজ উদ্দিন, মোঃ হারুন মিয়া, জিয়াউল ইসলাম সৈয়দ, মোঃ শিশু মিয়া, আলাউদ্দিন আলী, মুহিবুর রহমান, মোঃ আনর আলী, শেখ রেজওয়ান, আনছার মিয়া (জনি) এবং মিনার উদ্দিন । সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন, এম লাহিন আহমদ, আফছর আলী বাবুল আহমেদ, রুবেল আহমদ, রেজাউল ইসলাম সোহাগ, আফজল হোসেন, রয়েল তালুকদার, রফিকুল ইসলাম হিরন, জুবের আহমদ, মোঃ আলী, তখলিছ মিয়া। সভায়
উপস্থিত থাকতে না পারলে সভার সহিত একাত্মতা পোষন করেন, সৈয়দ চান্দালী মাস্টার, মোঃ আজিজুর রহিম মিছবা, শামীম উদ্দিন, গোলাম মৌওলা নিকছন চৌধুরী,জুয়েল মিয়া, মাসুদ আহমদ, মারুফ কাবেরী, দেওয়ান মহসিন উদ্দিন, আবুল হোসেন, রেজাউল করিম নুর মিয়া, সুলেমান আহমদ প্রমুক ক্রীড়ামোদি ব্যক্তিগন।