স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সপ্তম এসোসিয়েশন টি টুয়েন্টি টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশের বিভিন্ন খাতের মতো ক্রিড়াঙ্গনে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। এসফলতাকে সবাইমিলে ধরে রাখতে হবে। তিনি বলেন,ক্রিকেট হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। ক্রিকেটে আমাদের সফলতা দেশেকে বিশ্বের বুকে অন্যভাবে উঁচু আসনে নিয়ে গেছে। যেকোন মুহুলে এই সফলতা ধরে রাখতে হবে। তিনি সকালে টি টুয়েন্টি টুর্ণামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা রণির পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, বিশিষ্ট ক্রিড়া ও শিক্ষানুরাগী আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, গীতিকার মাজহারুল ইসলাম জীবন, ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ হিলাল,কল্যাণ কান্তি রায় সানী,সায়মন হোসেন রুমেন, অনন্ত গোপ, আজহার আহমেদ, টিটু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সুলেমান আহমদ, সৈয়দ সাইদুল প্রমুখ। উদ্বোধনী খেলায় বাসুদেববাড়ি ক্রিকেট ক্লাব ও কেশবপুর ক্রিকেটক্লাবের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে বাসুদেববাড়ি ক্রিকেট ক্লাব ২২ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাসুদেববাড়ি ক্রিকেট ক্লাবের হৃদয় চন্দ। টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম। (প্রতিদিনের ম্যাচের খবরাখবর জানতে চোখ রাখুন জগন্নাথপুরের সর্বপ্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ)
Leave a Reply