স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন শাফি মোহাম্মদ।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে এসোসিয়েশনের সৈয়দ সাইদুল হকের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক এন রহমান নাঈমের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শাফি মোহাম্মদকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এসোসিয়েশনের সৈয়দ সাইদুল হক জানান, স্থায়ীভাবে বসবাস করতে এন রহমান নাঈম যুক্তরাজ্য চলে যাবেন। তাই তিনি স্বেচ্ছায় সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। পরে সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ মৌসুমের নতুন সাধারণ সম্পাদক হিসেবে শাফি মোহাম্মদের নাম ঘোষণা করা হয়। সভায় আসন্ন মৌসুমের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।