Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সৈয়দপুর ইয়াংম্যান ক্রিকেট ক্লাবকে ৫ বছরের জন্য নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের বিরুদ্ধে সৈয়দপুর ইয়াংম্যান ক্রিকেট ক্লাব ও ওই ক্লাবের পাঁচ খোলোয়ার সোস্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করায় এতে উপজেলা ক্রিকেট এসোসিয়েসনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় সৈয়দপুর ইয়াংম্যান ক্রিকেট ক্লাবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ক্লাবের খেলোয়ার মো: রাসেল, সৈয়দ রাসেল ও সৈয়দ আলামিনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষনা করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ক্লাবের আরো দুই খেলোয়ার মো: রিপন ও মো: দিলোয়ার আহমদকে
দুই বছরের জন্য। নিষিদ্ধ ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের অর্ন্তভুক্ত কোনো খেলোয়ার নিষিদ্ধ উক্ত পাঁচ খেলোয়ার সাথে ও সৈয়দপুর ইয়াংম্যান ক্রিকেট ক্লাব ও তাদের মাঠ বয়কট করা ও অন্য কোনো মাঠে ওই পাঁচ ক্রিকেটার সঙ্গে না খেলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া
সেঞ্চুরী ক্রিকেট ক্লাবের ক্রিকেটার মো: তুফায়েল আহমদ জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনকে নিয়ে সোস্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করায় তাকে চলতি বছরে দুই ম্যাচ নিষিদ্ধ ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্ঠা, ক্লাব প্রতিনিধি ও সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এক সভায় এসব সিন্ধান্ত গৃহীত হয়।
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মো: সুলেমান হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হকের যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Exit mobile version