স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২৪ তম লীগের চুড়ান্ত খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান আজ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনানমগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কল্যাণ কান্তি রায় সানী প্রমুখ চুড়ান্ত খেলায় বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব কে ৯ রানে পরাজিত করে সেঞ্চুরি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ান হয়। পরে অতিথিরা পুরুস্কার তুলে দেন।
Leave a Reply