স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন কাল শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার বিকেলে চা টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুজিবুর রহমানের কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম পাঠানো হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮হাজার ৫৫৯ তারমধ্যে পুরুষ ভোটার ১৪৩৩৮ নারী ভোটার ১৪২২১ জন। ভোট কেন্দ্র ৯টি, নির্বাচনে দায়িত্ব থাকবেন ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন সহকারী প্রিসাইডিং ৭২ জন পুলিং কর্মকর্তা ১৪৪ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
Leave a Reply