স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ বিতরণ শুরু হয়েছে।
গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের অর্থায়নে তেল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষাব বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিতরণীসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন
উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা প্রকৌশলী সোরহাব হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমদ জানান, জগন্নাথপুরের বিভিন্ন অঞ্চলের
উপকারভোগি ৩০০ জন কৃষকের মধ্যে এক কেজি বীজ করা হবে। গতকাল ১২৫ জন কৃষককে এ সুবিদা দেয়া হয়েছে। পর্যাক্রমে অন্যদের মধ্যে বিতরণ করা হবে।