স্টাফ রিপোর্টার-, ‘সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্ৰুপ কে বিনা মূল্যে ১৯ টি ভূট্টা মাড়াই মেশিন প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ শীল প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, জগন্নাথপুর উপজেলায় ভূট্টা চাষের আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে ১৯ জন কৃষক কে ভূট্টা মাড়াই যন্ত্র প্রদান করা হয়েছে। যা ভুট্টার আবাদ বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।