স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফসী ধান বীজ এবং সার প্রনোদনা কার্যক্রমের কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পাটলী ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, এ উপজেলার কৃষি উপকরণ সহায়তা কার্ড ধারী ৩ হাজার ৮০০ কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে কৃষক প্রতি ৫ কেজি করে উফসী ও ২ কেজি হাই ব্রিড ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।