স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। উন্নয়ন সহায়তা (ভর্তুকীর) আওতায় ২০ জন কৃষকদের মধ্যে বৃহস্পতিবার উপজেলা পরিষদে পাওয়ার টিলার বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ডিলার রেনু শর্মা, কৃষক তোফায়েল আহমদ, রাশেদ আহমদ, নুর মিয়া,সমসু উদ্দিন,সাব্বির মিয়া প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, জগন্নাথপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিও দ্বিতীয় পর্যায় র্শীষক প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তা (ভর্তুকীর) আওতায় চলতি অর্থ বছরে উপজেলার ২০ জন কৃষকদের মধ্যে পাওয়ার টিলার প্রদান করা হয়।
Leave a Reply