স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ওল্ডহাম সামাজিক সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা বিস্তারে অবদানের জন্য ৫জন গুনীজনকে মরনোত্তর সম্মানণা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি প্রবাসী লতিফুর রহমানের সভাপতিত্বে ও সমাজ কর্মী নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, রানীঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোহিত, কামরাখাই দাখিল মাদ্রাসার সুপার আমিরুল ইসলাম. রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত রায়,ওয়েলফেয়ার এসোসিয়েশনরে উপদেষ্টা হাজী আলফু মিয়া,সাংবাদিক মাসুম আহমেদ প্রমূখ। পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ও এলাকায় শিক্ষা বিস্তারে অবদানের ৫জন গুনীজনকে মরনোত্তর সম্মানণা ক্রেষ্ট প্রদান করা হয়। যাদেরকে মরনোত্তর পদক প্রদান করা হয়েছে তারা হলেন, ক্বারী এখলাছুর রহমান, মাওলানা শায়েখ মঈন উদ্দিন আহমদ, রনধীর দাশ তালুকদার, তছর আলী, আজাদুর রহমাদ তালুকদার, মাওলানা আনহার উদ্দিন ও আশিকুর রহমান।