Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোটার ঃ
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোড়ারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকেলে গোড়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গোড়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছুরত মিয়ার সভাপতিত্বে ও সিলেট এমসি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ শের আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দপুর আইডিয়াল গালর্স স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল গফুর, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ডঃ মোঃ শামীম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীন শিক্ষক করুনা সিন্ধু দাশ, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব, প্রবাসী কমিউনিটি নেতা শাহিন খাঁন, সাংবাদিক আলী আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী দাশ। অনুষ্ঠানের শুরম্নতে স্বাগত বক্তব্য রাখেন গোড়ারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটির সভাপতি মোঃ রাজন মিয়া, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এলাকার সমাজসেবী ফজর আলী, আব্দুল আহাদ, সংগঠনের সাধারণ সম্পাদক সুহেল হাসান, সদস্য সাজন মিয়া, সালমান মিয়া,সাদিকুর রহমান, রম্নমন মিয়া প্রমুখ। সভায় বক্তারা আলোকিত সমাজ বির্নিমানে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ যুব সমাজই পারে সমাজকে অন্ধকার থেকে আলোকিত করে গড়ে তুলতে। নৈতিকতার অবক্ষয়ের সময়ে আলোকিত সমাজ গঠনে গোড়ারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটি বিশেষ ভূমিকা পালন করছে উলেস্নখ করে বক্তারা তাদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকে সুন্দর সমাজ নির্মাণে কাজ করে এগিয়ে যাওয়ার আহবান জানান। এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে সুশি ি ক্ষত হয়ে সমাজের কল্যানে কাজ করে যাওয়ার আহবান জানান। পরে অতিথিরা এইচএসসি উত্তীর্ণ ২০জন কৃতি শিক্ষার্থী ও ১৩জন এসএসসি উর্ত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।

Exit mobile version