সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ ১১জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকায় কুশিয়ারা নদী থেকে ৯ ফেব্রুয়ারি বিকেলে দিঘলবাক (আটঘর) গ্রামের জিতু মিয়া, রাহুল আমীন ও মজিবুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে এখবর পেয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থলে পৌছিলে এসময় বালু লুটকারীরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। তবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের ৫টি হেন্ডেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলার বাদি আশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রহুল আমিন জানান, বেশদিন ধরেই বিবাদীরা অন্যায়ভাবে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে করে নদী ভাঙন, জলজ প্রাণী, নদী ভূ-পরিবেশ ও উদ্ভিদ বিনষ্ট হচ্ছে। বালু লুটের ঘটনায় থানায় মামলা করেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এবিষয়ে ১১ ফেব্রুয়ারি ১১জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।