1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে বসতঘরে চাপা পরে মা, মেয়ে-ছেলের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে বসতঘরে চাপা পরে মা, মেয়ে-ছেলের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪৩৯১ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘরের নিচে চাপা পরে মা, ছেলে ও মেয়েসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা জেলার বাসিন্দা হারুন মিয়ার স্ত্রী মৌসুমী বেগম (৩৫), তার ছেলে হোসেন মিয়া (১) ও মেয়ে মাহিমা বেগম (৪)। এ সময় পাশের ঘরে থাকায় হারুন মিয়া প্রাণে রক্ষা পান। ঝড়ে দুটি গাছ পড়ে তাঁদের টিনশেড বসতঘরটি গুঁড়িয়ে গেছে। তাঁরা গত ১৫ বছর ধরে গ্রামের সালিক মিয়ার বাড়িতে বসবাস করে আসছিলেন।

 

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছিল। টিনশেডের একটি বসতঘরে মৌসুমী বেগম তাঁর দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। তাঁর স্বামী পূর্বের আরেকটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় ঝড়ে বসতঘরের সামনের দুটি বড় গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। এতে ঘরটি দুমড়েমুছড়ে যায়। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করার আগেই তাঁরা মারা যান।

পাটলি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেক বলেন, ‘সকালে দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করি। এখন লাশ হাসপাতাল থেকে নিয়ে স্বজনদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশঙ্কর রায় বলেন, ‘ঝড়ে নিহত মা,ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরপ্রক্রিয়া চলছে।’

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com