স্টাফ রিপোর্টার:সকালের কালবৈশাকী ঝড় ও শীলা বৃষ্টির রেশ কাটতে না কাটতেই জগন্নাথপুরে আবারও দেখা দিয়েছে কালবৈশাখী ঝড়। এনিয়ে মানুষ আতংকিত হয়ে পড়েছেন। রাত দেড়টায় এ রিপোট লেখাকালে কালবৈশাখীর ছোবল চলছে। চলে গেছে বিদ্যুৎ। বৃহস্পতিবার সকালে কালবৈশাখীল তান্ডবে উপজেলার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। শতাধিক গবাদিপশুর মৃত্যু ও দুই শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও কালবৈশাখী ঝড়ো হাওয়া উপজেলাবাসীকে আতংকিত করে তুলেছে। এদিকে বৃহস্পতিবার সকালের কালবৈশাখী ঝড়ে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের দশ শিক্ষাথী ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ জানান, প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনসেড ঘরে থাকা শিক্ষাথীরা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। অনেক শিক্ষাথীকে মাথায় পানি দিয়ে অজ্ঞান অবস্থা থেকে সুস্থ করা হয়। কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে শিশু কিশোরদের আতংকের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা। অনেক কৃষকের পাকা ধান শীলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। ঘন ঘন কালবৈশাকী ঝড় শীলা বৃষ্টি ওবজ্রপাতে লোকজন আতংকিত অবস্থায় রয়েছেন। বিদ্যুৎ চলে যাওয়ায় লোকজন সীমাহীন দুভোগে রয়েছেন।
Leave a Reply