স্টাফ রিপোটার::জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে আটটি গরুর প্রাণহাণি ও দুই শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার চিলাউড়া-হলদিপুর,কলকলিয়া, পাইলগাঁও,রানীগঞ্জ, আশারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি নলুয়ার হাওরের ভূরাখালি কান্দি এলকায় কমপক্ষে ১০টি গরু কালবৈশাখী ঝড়ের সময় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ভূরাখালি গ্রামের কদ্দুছ মিয়া রাজন মিয়া,কাইয়ুম মিয়া,মন্তেশর আলীর ১০টি গরু মারা যায়। গরুর মালিকরা জানান, কালবৈশাখী ঝড়ে হাওরে থাকা গরু গুলো পাশের কামারখালি নদীতে পড়ে গিয়ে মারা যায়। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া সত্যতা নিশ্চিত করে বলেণ, আমরা গবাদিপশু ও কাচা ঘরবাড়ি ক্ষয় ক্ষতির তালিকা তৈরী করছি।