স্টাফ রিপোর্টার.
বাংলাদেশ স্কাউটস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যেগে গতকাল বৃহস্পতিবার আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিনব্যাপী কাব ওরিয়েন্টেশন কোর্স ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন আনুষ্ঠানিকভাবে কাব ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন। উপজেলার ৮৭টি বিদ্যালয়ের শিক্ষক কারা এতে অংশ নেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা কাব্ লিডার আব্দুল মালিকের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম খান, আমিনুল ইসলাম, আল বাছিরম্নল, সাইফুল ইসলাম, স্কাউট উপজেলা শাখার কমিশনার নজির উদ্দিন আহমেদ, স্কাউটস উপজেলা শাখার সম্পাদক এমরান আলী, সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ মাওলানা আকবর আলী, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, গ্রুপ কমিটির সভাপতি সালিক মিয়া, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ডাঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলার সম্পাদক প্রশিক্ষক তাহির আলী তালুকদার, সিলেট জেলার যুগ্ন সম্পাদক বুরহান উদ্দিন আহমদ। আগামী ৪ সেপ্টেম্বর থেকে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ৫ দিন ব্যাপী কাব লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হবে।