Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমির গিটার ক্লাসের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক- সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলা কাঞ্চনশিখা একাডেমির উদ্যাগে গিটার ক্লাস শুরু হয়েছে।  শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সিএ মার্কেটে কাঞ্চনশিখা একাডেমির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গিটার ক্লাসের উদ্বোধন করেন।কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কুশল রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ডাক্তার পাপিয়া রহমান মল্লিক, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সতীশ গোস্বামী,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,কাঞ্চনশিখা একাডেমির  সঙ্গীত প্রশিক্ষক মৌসুমি রায়,

সাংস্কৃতিক কর্মী নগেন্দ্র দাস,কাঞ্চনশিখা একাডেমির গিটার প্রশিক্ষক গৌরব দত্ত প্রমুখ কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কুশল রায় জানান, আমাদের নতুন সংযোজন গিটার প্রশিক্ষণ। সব বয়সী মানুষের জন্য গিটার প্রশিক্ষণের ব্যবস্হা করা হয়েছে।

সপ্তাহে প্রতি শুক্রবার বিকেল চার থেকে ক্লাস শুরু হবে। ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। একজন দক্ষ প্রশিক্ষক দিয়ে গিটার শেখানো হবে।

 

Exit mobile version