স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কলেজছাত্র সাজ্জাদুর রহমান সামির (২০) মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে ইসহাকপুর গ্রামবাসীর ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়।
স্থানীয় ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মাহফুজুল করিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ কয়েস, যুবদল নেতা আব্দুল ওয়াহাব, সামির পরিবারের পক্ষে তার মামা সুহেব আহমদ, সমাজসেবক মাওলানা মতিউর রহমান, ফজর আলী, সামির স্কুল শিক্ষক ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হক, বিজয় কান্তি দাস, সহপাঠি নাজিম আহমদ, আব্দুস শাহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কলেজছাত্র সাজ্জাদুর রহমান অত্যন্ত ভালো ছেলে। শুধু ইসহাকপুরের মানুষ নয়, পাশ্ববর্তী এলাকার লোকজনও তাকে ভালো বলছে। দুর্ভাগ্যজনক ছোট্র এই ছেলেটিকে অস্ত্র দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। এলাকার ছোট বড় সবার দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে “মিথ্যা’ মামলা প্রত্যাহার করে ঈদের আগেই তার নিঃশর্ত মুক্তি দাবি জানান বক্তারা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সামির বাড়ির থেকে আইনশৃঙ্খলা বাহিনী আগ্নেয়াস্থ অস্ত্র উদ্ধার করে। এঘটনায় সামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জগন্নাথপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করেছে। তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন পাঠানো হবে।
উল্লেখ্য যে, গত ১৭ মার্চ পৌরএলাকার ইসহাকপুরের বাসিন্দা, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি শাহিনুর রহমান শাহিনের বাড়ি থেকে বিশেষ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগ্লেয়াস্থ উদ্ধার করে। এঘটনায় শাহিনুর রহমানের ছেলে সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদুর রহমান সামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।