স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের তখদ্দুছ আলী ও ইরফান আলীর মধ্যে পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আহত ইরফান আলী(৪৫)কে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, দুই বছর আগে ইরফান আলীর পক্ষের লোকজনের হামলায় আহত হন তখদ্দুছ আলীর ভাই সুনাই মিয়াকে। এনিয়ে মামলা মোকদ্দসা চলছে। যার জের ধরে পূর্ব বিরোধের জের ধরে বুধবার দুপুরে তখদ্দুছ আলীর পক্ষের হামলায় ইরফান আলী গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় তখদ্দুছের ভাই আছম আলীর একটি ঘরে আগুন লাগানো হয় বলে অভিযোগ উঠে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।