সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
নতুন আক্রান্ত ব্যক্তি হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (৩১ আগষ্ট) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ হয়েছেন নতুন ১৩০ জন। অপর আক্রান্ত ১৮ জন হোম আইসোলেশনে আছেন।
Leave a Reply