স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো পাঁচজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় তিনজন, পাটলী ইউনিয়নে একজন ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে একজন।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
করোনার দ্বিতীয় ধাপে গত ২৪ ঘন্টায় জগন্নাথপুরে সর্ব্বোচ আক্রান্ত সংখ্যা ছিল ৫জন। এরআগে গত ১৩ জুন ৪জন করোনায় সনাক্ত হন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ২৩৫, মৃত্যু বরণ করছেন ১ জন। ১০জন আছেন হোম আইসোলেশনে এবং ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply