স্টাফ রিপোর্টার::গতকাল বোরবার সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায়ও করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে নারীর চেয়ে পুরুষের সংখ্যা ছিল বেশি টিকাদান কেন্দ্রে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের স্থাপিত তিনটি টিকাদান কেন্দ্রে নারীদের উপস্থিতি পুরুষের তুলনায় কম ছিল। তবে টিকাদানকালে স্বত:স্ফুর্তভাবে নারী পুরুষকে টিকাগ্রহণ করতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়,প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজ থেকে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন টিকা দিয়েছেন ৬০জন। এরমধ্যে পুরুষ সংখ্যা ৪৪ ও নারী সংখ্যা ছিল ১৬ জন।