Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র “আইডিয়াল কম্পিউটার ইনস্টিটিউট” এর ২য় শাখার উদ্ধোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সৈয়দপুর বাজারস্থ রাদি’স শপিং কমপ্লেক্সের ৩য় তলায় এ উদ্ধোধনী অনুষ্ঠিত হয়।

আইডিয়াল কম্পিউটার ইনস্টিটিউটের প্রধান পরিচালক সাংবাদিক জুয়েল আহমদের সভাপতিত্বে ও ২য় শাখার প্রধান অবিনাশ সূত্রধরের পরিচালনায় ফিতা কেটে ইনস্টিটিউটের উদ্ধোধন ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সৈয়দ মোসাব্বির আহমেদ, সাংবাদিক অমিত কান্তি দেব, ছাত্রনেতা শামসুল ইসলাম জাবির, রানীগঞ্জ কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজান, শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক সোমলু কান্ত রায়, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুর রহমান, বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিশ্বজৎ সূত্রধর, সাংবাদিক রেজওয়ান কোরেশী, রুম্মান আহমদ, কম্পিউটার প্রশিক্ষক তানিয়া বেগম প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাত পরিচলনা করেন শাহ্ ওয়ালিউল্লাহ রহ: নূরানী একাডেমির শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ।

Exit mobile version