স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায এবার জিপিএ-৫ কমেছে। স্কুল পর্যায়ে এসএসসিতে এবছর জিপিএ-৫ এসেছে ২৮টি। যার গত বছর এ উপজেলা জিপিএ- এসেছিল ৪৭টি। মাদরাসা পর্য়ায়ে জিপিএ-৫ অর্জনে ব্যর্থ হলেও এবার তারা ৩টি জিপিএ-৫ পেয়ে গতবারের দুর্নাম মুছিয়েছে।
উপজেলা মাধ্যমিক অফিস সুত্র জানায়,
এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে এবার জিপিএ-৫ এসেছে ২৮টি। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ৫টি, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১০টি, ষড়পল্লী স্কুল এন্ড কলেজ ১টি,সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ২টি,পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় ৩টি, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় ১টি,চিলাউড়া উচ্চ বিদ্যালয় ১টি,মিরপুর উচ্চ বিদ্যালয় ১টি, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ২টি, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় ১টি ও কেশবপুর উচ্চ বিদ্যালয় ১টি।
এছাড়া ১৮টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে এবার দাখিলে দুইটি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ এসেছে ৩টি। জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, উপজেলার হলিয়ারপাড়া ফাজিল মাদরাসা ২টি ও সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসায় ১টি জিপিএ-৫ পেয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তি কমেছে। আশা করছি, আগামিতে এ প্রাপ্তি আরো বাড়বে।