স্টাফ রিপোটার::জগন্নাথপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবাষিকী পালিত হয়েছে। জগন্নাথপুর আটস্কুলের প্রিয় সংগঠন রংতুলি শিল্প সাহিত্য পরিষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনাসভা আটস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। রং তুলি সাহিত্য পরিষদের উপদেষ্টা আটস্কুলের প্রতিষ্টাতা প্রণব কুমার বণিকের সভাপতিত্বে ও রং তুলি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আটস্কুলের শিক্ষক জুনায়েদ আহমদ সজলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আটস্কুলের শিক্ষক শিপা বেগম,মুন্নী বেগম,কুশল রায়, পংকি বেগম প্রমুখ। আটস্কুলের শিক্ষাথীরা কবিগুরুর ওপর বিভিন্ন চিত্র অংকন করেন।
Leave a Reply