স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুরের প্রধান প্রধান ঈদগাহের মাঠ ও মসজিদগুলো ঈদের জামায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে।
ঈদের দিন সোমবার সকাল ৯টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় শহরের আছাবুন্নেছা জামে মসজিদে ও উপজেলা সদর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮ থেকে সাড়ে সকাল ৯ টার মধ্যে উপজেলার বিভিন্ন ঈদগাহে ও মসজিদে জামাত অনুষ্ঠিত হবে বলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে কথা বলে এসর তথ্য জানা গেছে।