স্টাফ রিপোর্টার-জগন্নাথপুরে ইংরেজি পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে পপুলার ইলেকট্রনিক্স’র পক্ষ থেকে ওয়ালটন ডিলার ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে জগন্নাথপুর বাজারের আর এফসি পার্টি সেন্টারে নতুন বছরকে স্বাগত জানিয়ে ডিনার পার্টি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিলেট জোন ম্যানাজার পিয়াল কুমার দাশ। পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক জুলফিকার আহমদ মনি’র সভাপত্বিতে ও পরিচালক মুহাম্মাদ জামাল উদ্দিন বেলাল’র পরিচালনায় অনুষ্ঠিত ডিনার নাইটে উপস্থিত ছিলেন বাদার্স ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটার আবু তাহের,সিঙ্গার শো-রুমের পরিচালক আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালী উল্লাহ,শাহজালাল ইলেকট্রনিক্সের পরিচালক লিলু মিয়া,কলি ইলেকট্রনিক্সের পরিচালক শামীম আহমদ, পপুলার ইলেকট্রনিক্স-৩ এর তত্ত্বাবধায়ক ও নাবিলা সিসিটিভির পরিচালক ছাদিকুর রহমান, আরাফাহ এন্টারপ্রাইজের পরিচালক মাওলানা নেছার উদ্দিন, পিসিএল গ্রুপের পরিচালক মো: নানু মিয়া, জনিক মিয়া,ইসলামী ব্যাংক রসুলগন্জবাজার আউটলেটের ইনর্চাজ কয়েস মামুন,পপুলার ইলেকট্রনিক্সের হেড ম্যানাজার মুসতাকিম আহমদ জীবন,ম্যানাজার অপারেশন অনিক রঞ্জন বনিক,ক্যাশ ম্যানাজার সবুজ দাশ,ফিল্ড ম্যানাজার গৌতম দেব,সাগর মিয়া ও জয় প্রমূখ। পরে মাওলানা নেছার উদ্দিন আগামী বছরের ব্যবসায়ীক বারাকাহর জন্য মোনাজাত পরিচালনা করেন।