Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ওএমএস চাল বিক্রি হলেও বিক্রি হয়নি আটা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি খাদ্যবান্ধব (ওএমএস) বিশেষ কার্যক্রমের আওতায় কম দামে চাল বিক্রি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হলেও আটা বিক্রি শুরু হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব জগন্নাথপুর বাজারের সুশান্ত কুমার রায় ডিলার কেন্দ্রে এ কার্যক্রমের উদ্ধোধন করেন।
ডিলার সূত্রে জানা যায়, শুধুমাত্র জগন্নাথপুর পৌরসভার হেলিপ্যাড, চিলাউড়া পয়েন্ট ও বটেরতল পয়েন্টের এই ৩টি ডিলার কেন্দ্রে ওএমএস এর চাল ও আটা পাওয়া যাবে। ইউনিয়ন পর্যায়ে নয়। জনপ্রতি চাল ৩০ টাকা করে ৫ কেজি ও আটা ১৮ টাকা করে ৫ কেজি শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি করা হবে।
জগন্নাথপুর বাজারের সুশান্ত কুমার রায় ডিলার কেন্দ্রের পরিচালক বশির আহমদ জানান, দুপুর ২টার পর মাল পেয়েছি। শনিবার থেকে বিক্রি করা হবে।
এ ব্যাপরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব  বলেন, আজ শুধু উদ্ধোধন করা হয়েছে। তবে প্রথম দিনে ৩ টি কেন্দ্রে প্রায় ১০০ জনের মধ্যে চাল বিক্রি করা হয়েছে। শনিবার সকালে মাইকিং করে পৌরবাসীকে জানানো হবে এবং পুরোধমে কার্যক্রম শুরু হবে।

Exit mobile version