রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন উদ্যোগে ১৪ তম ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় (বুধবার) ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় মুখামুখি হয় রানীগঞ্জ এফ সি বনাম ফ্রেন্ডস এফ সি হবিবপুর।
পৌর শহরের হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে আজকের খেলায় দু’দলই ছিল সমান শক্তিধর। কিন্তু খেলার শুরুতেই হবিবপুর এফ সি খেলার আধিপত্য নিয়ে নেয়। একের পর এক আক্রমণে বিপক্ষ দলকে ব্যাতি ব্যাস্ত করে তুলে। কিন্তু ভালো গোলদাতার অভাবে গোল করতে পারেনি। অন্যদিকে জয়ীদল রানীগঞ্জ এফ সি দুএকটি বিক্ষিপ্ত আক্রমন ছাড়া সেই রকম কোন গোলের সুযোগই সৃষ্টি করতে পারেনি। নির্দিষ্ট সময়ে খেলাটি অমিমাংসিত ভাবে শেষ হয়।ফলে খেলাটি সরাসরি ট্রাইব্র্কোরের মাধ্যমে নিস্পত্তি হয়। ট্রাইব্রেকারে রানীগঞ্জ এফ সি ৪-৩ গোলের ব্যাবধানে হবিবপুর ফ্রেন্ডস এফ সিকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আজকের খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমোদিত রেফরী কাওছার আহমদ তার সহকারী হিসাবে ছিলেন মাহবুবুর রহমান মাহবুব ও প্রতাব আলী।
Leave a Reply