স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৬ তম উপজেলা ফুটবল এসোসিয়েশন কাপ বঙ্গবন্ধু ফুটবল লীগের টুর্নামেন্টের কোয়ার্টাল ফাইলানে যাত্রাপাশা ফুটবল একাদশকে হারিয়ে নান্দনিক স্পোর্টস একাডেমি সেমিফাইলে উর্ত্তিন হয়েছে।
আজ রোববার বিকেলে জগন্নাথপুর পৌরশরের ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া স্টেড়িয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখামুখি হয় যাত্রাপাশা একাদশ এবং নান্দনিক স্পোর্টস একাডেমি। খেলায় ১ গোলে যাত্রাপাশা ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে।
রেফারির দায়িত্ব ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদিত রেফারি মাহবুবুর রহমান মাহবুব,সালাউদ্দিন রাজু ও আবুল কাসেম।
খেলা শেষে দুই দলের খেলোয়ারদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, যুক্তরাজ্য প্রবাসি মুজিবুর রহমান, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন,সাংগঠনিক সম্পাদক সামিনুর রহমান,সহ কোষাধ্যক্ষ সম্পাদক মইনুল হাসান ও শহিদুল রহমানসহ এসোসিয়েশের নেতৃবৃন্দ।