স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন উদ্যোগে আয়োজিত ১৬ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন কাপ বঙ্গবন্ধু ফুটবল লীগের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে সেমি ফাইনালের শেষ খেলায়
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ইকড়ছই ফুটবল একাডেমী আর লুদরপুর একাডেমী অংশ নেয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি টাইব্রকার গড়লে ইকড়ছই ফুটবল একাডেমি ৫-৪ গোলে লুদরপুর একাদশকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়।শিরোপা নির্ধারিত ফাইনাল ম্যাচে নান্দনিক স্পোর্টস একাডেমী (বনগাঁও) দলের সঙ্গে মুখামুখি হবে ইকড়ছই ফুটবল একাডেমী।
এদিকে অনুষ্ঠিত সেমি খেলায় রেফারির দায়িত্ব ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি হাসানুর জামান মিলন,সালাউদ্দিন রাজু ও শামিম আহমেদ।