Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার::

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে মতো সুনামগঞ্জের জগন্নাথপুরে ¦এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষায় প্রথম দিনে ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়. এবারের মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ২০২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৭২২ ও ছাত্রী ১৩০৬ জন। প্রথমদিনে অনুপস্থিত ছিল মোট ১৩ জন। এরমধ্যে ছাত্র ৮ জন ও ছাত্রী ৫ জন।
মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় মোট ৭০২ জন শিক্ষার্থী ২টি কেন্দ্র অংশ নেয়। প্রথম দিনে অনুপস্থিত ছিল মোট ৬ জন । এরমধ্যে ছাত্র ৩জন ও ছাত্রী ৩জন। এছাড়া কারিগরি শিক্ষায় একটি কেন্দ্র মোট ২০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৭জন ও ছাত্রী ১৩ জন। অনুপস্থিত ছিল ১জন ছাত্রী।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিনে মোট ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

Exit mobile version