স্টাফ রিপোর্টার::
সারাদেশে ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ রোববার শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনে এসএসসি (বাংলা প্রথম পত্র) পরীক্ষায় ২ হাজার ৪৩ পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন অনুপস্থিত এবং দাখিল (কুরআন মাজিদ ও তাজভিদ) পরীক্ষায় ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জগন্নাথপুরের ৫টি কেন্দ্রের আরো ২টি ভেন্যু কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৩ জন। ছাত্র সংখ্যা ৭০১ ও ছাত্রী সংখ্যা ১ হাজার ৩৪২।
অপর দিকে, মাদ্রাসা বোর্ডের অধিনে ২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫৯ জন। ছাত্র সংখ্যা ৩৫৫ জন ও ছাত্রী সংখ্যা ৪০৪ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।