স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ মান্নান বলছেন, আওয়ামী লীগ সরকার গত কয়েক বছরে দেশকে এক অনন্য উঁচ্ছতায় নিয়ে গিয়েছিল। কিন্তু একটি দেশ বিরোধী ও উন্নয়ন বিরোধী চক্র দেশের ভাবমূর্তি কে জলাজ্ঞলি দিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে। তিনি বলেন মাথা ব্যথা কে ক্যান্সার হিসেবে ছড়ানোর চেষ্টা করা হয়েছে। চেয়েছিল কোটা এখন চায় ভিটা।
তিনি গতকাল বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের উদ্যাগে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও
ও প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, অন্যানের মধ্যে বক্তব্য দেন,সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন। প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এমপি সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপচয় বন্ধ করে মিথব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কাছ থেকে জনগন সেবা ও সৌজন্যতা আশা করে। আপনারা খাওয়া ধাওয়া করেন অপচয় করবেন না। অফিস সুন্দর হচ্ছে সেবা কমছে এসব বিষয়ে ভাবতে হবে। তিনি দেশের স্বার্থে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। পরে উপজেলার তিন মৎস্য উদ্যক্তা কে সন্মাননা প্রদান করা হয়। এর আগে এক র্যলী উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।