স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সবকটি ইউনিয়নে এবার লন্ডন প্রবাসীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, কলকলিয়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সাবেক চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা আওয়ামীলীগ সদস্য মো.আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া , আশারাকান্দি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা আওয়ামীলীগ সদস্য শাহ আবু ইমানী ও পাইলগাঁও ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মখলুছ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার ছয়টি ইউনিয়নে ৩১জন চেয়ারম্যান প্রার্থী অংশ নেন। তন্মেধ্যে ১৫জন যুক্তরাজ্য প্রবাসী ছিলেন।সবকটিতে লন্ডন প্রবাসীরা বিজয়ী হন। আবার অধিকাংশ ইউনিয়নে প্রবাসী বনাম প্রবাসীর লড়াই হয়। এর আগের ইউপি নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৫টিতে প্রবাসীরা চেয়ারম্যান ছিলেন। এসব নির্বাচিত চেয়ারম্যানদের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে বসবাস করেন। সেখানে রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য। তাঁরা নিজেরাও পরিবার পরিজন ও ব্যবসা বাণিজ্য দেখাশুনা করতে মাঝেমধ্যে সেখানে যাতাযাত করেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের কেউ কেউে অধিকাংশ সময় দেশে থাকেন। আবার কেউ ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে প্রবাসে স্বজনদের সময়দেন।