Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় কেয়ার জিএসকে সিএইচডাব্লিউ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল হাকিম। ডাক্তার শারমিন আরা আশার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, বিশেয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম,রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামূল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি লায়লা বেগম, মার্জিয়া বেগম, বিল্পব কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, তিনটি কমিউনিটির ক্লিনিক, পিসিএসবিএ তিন সদস্যকে কেয়ার বাংলাদেশকে সার্বিকভাবে সহযোগীতা করার জন্য সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।এছাড়া পিসিএসবিএ এর সেচ্ছাসেবী ১৫ জন সদদ্যের মধ্যে ছাতা বিতরন করেন।

Exit mobile version