স্টাফ রির্পোটার :: জগন্নাথথপুরে মানসিক রোগে আক্রান্ত এক যুবক গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম সালেহ আহমদ (২৪)। সে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের মৃত নাসির উল্লাহ পুত্র।
এলাকাবাসী জানান, সালেহ আহমদ একজন মানসিক রোগী ছিলেন। সোমবার দুপুরে লোকজনের অগোচনে নিজ ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
জগন্নাথপুর থানার এস,্আই অনির্বান বিশ্বাস জানান, মৃত যুবকের পরিবারের লোকজন ও এলাকাবাসী অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাপন করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিল।