স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই বাজার থেকে পুলিশ শুক্রবার রাতে এক মানব পাচারাকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকবাসী জানায়, ওই ইউনিয়নের ধাওরাই গ্রামের খলিলুর রহমান দীর্ঘ দিন ধরে আদম ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তিনি প্রতারনার মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাচার করতেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত ব্যাক্তির দীর্ঘ দিন এলাকাবাসী বিদেশ পাঠানোর নামে লোকদের সঙ্গে প্রচারনা করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।