স্টাফ রিপোটার:: জগন্নাথপুর পৌর শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। ছিনতাইকারীরা তিনটি মোটর সাইকেল যোগে পৌর এলাকার মুচি বাড়ি মোড়ে ব্যবসায়ীর গতিরোধ করে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে তার কাছে থাকা ৪ লক্ষ ছয় হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের শিকার আহত ব্যবসায়ী জগন্নাথপুর বাজারের হাজী আব্দুর রশিদ অটো রাইস মিলের মালিক নজরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারী সহকারে পৌর এলাকার হবিববপুর নিজে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মোটর সাইকেলযোগে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের হামলায় আহত ব্যবসায়ীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ীর ভাই মুক্তার মিয়া।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর সাথে কথা বলে অভিযানে নেমেছে পুলিশ।