স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জেয়র জগন্নাথপুরে এক যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে ভুয়া নাম ব্যবহার করে জেলা প্রশাসকের নিকট মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তদন্ত পূর্বক অভিযোগকারী সনাক্ত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার পাটলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর সেরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর গ্রামের আকবর আলী নাম ব্যবহার করে গ্রামের কবরস্থান ও লায়েক পতিত জায়গা থেকে মাটি উত্তোলনের মিথ্যা বানোয়াট অভিযোগ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী বৈঠক করে এ মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান। মোহাম্মদপুর সেরা গ্রামের বাসিন্দা রেদোয়ান আহমেদ জানান,আকবর আলী নামে মোহাম্মদপুর সেরা গ্রামে কোন মানুষ নেই। ভুয়া নাম ব্যবহার করে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট অভিযোগ করেন। আমরা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। এবং অভিযোগকারী সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই। গ্রামের প্রবীণ মুরব্বী আজিজুর রহমান জানান, আমরা এধরণের মিথ্যা অপপ্রচারের নিন্দা জানাই। প্রবাসী দেলোয়ার হোসেন একজন দানশীল সমাজসেবক।