স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে রোববার গভীর রাতে জগন্নাথপুর থানার এস,আই রফিকুল ইসলাম ও এস,আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অস্ত্রসহ আজহারুল ইসলাম ফারুক নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি মুরাদাবাদ গ্রামের মৃত কদ্দুস মিয়া তালুকদারের পুত্র।
অভিযানে নেতৃত্বকারী জগন্নাথপুর থানার এস,আই রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলাম ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে একটি একনলা এসবিবিএল দেশীয় বন্ধুক ও তাজা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।