স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলায় একটি বাড়ি একটি কামার প্রকল্পের নবগঠিত ৩৪ সমিতির ম্যানাজার ও সভাপতিদের মধ্যে ভাতা বিতরণ করা হয়। ম্যানাজার ও সভাপতি মাসিক ৬০০ ছয়শত টাকা হারে এক বছরের ৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা সম্মানী ভাতা প্রাপ্ত হন। একটি বাড়ি একটি কামার প্রকল্পের উপজেলা সমন¦য়কারী দেবাশীষ ঘোষ ম্যানাজার ও সভাপতির মধ্যে ভাতার টাকা তুলে দেন। পরে একটি বাড়ি একটি খামার উপজেলার নতুন ভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply