Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে একই দিনে মারা গেলেন দুই বীর মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে একই দিনে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮০) ও জগন্নাথপুর পৌরসভা হরিহরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (৭৫)।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ আজ মঙ্গলবার তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। এরআগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।

এদিকে, রোববার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
গতকাল সোমবার বিকেলে তাঁর নিজ বাড়িতে জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।
পরে জানাযার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version