স্টাফ রিপোর্টার::
বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে স্থগিত হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষা আজ মঙ্গলবার (৯ জুলাই) থেকে শুরু হয়েছে। এ বিভাগের আওতাধীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাও পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ১৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জগন্নাথপুর উপজেলায় ৩টি কেন্দ্র ও ২টি ভেনুতে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হচ্ছে জগন্নাথপুর সরকারি কলেজ, শাহজালাল মহাবিদ্যালয় ও ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিম মাদসারা। এছাড়া দুইটি ভেন্য হচ্ছে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ও কেশবপুর উচ্চ বিদ্যালয়।
এসব কেন্দ্রগুলোতে উপজেলার ১০টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট এক হাজার ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৫৪৮ ও ছাত্রী সংখ্যা ৯৩৭।
এসব তথ্য জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।