স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পৌরশহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসার একটি হলরুমে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে উপজেলা আল ইসলাহ’র নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা নিজাম উদ্দিন জালালী॥ সাধারণ সম্পাদক পদে হাফেজ সমছু মিয়া সুজল। অন্যান্য পদে যারা মনোনীত হলেন তারা হলেন, সহ সভাপতি হাফিজ নুরুল হক, নূর আহমদ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আকবর আলী,
সহ সাধারণ সম্পাদক কাজী জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান সিহাব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, প্রচার সম্পাদক কারী শওকত আলী, সহ প্রচার সম্পাদক হাফিজ আজিরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল তাহিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবির আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পাঠাগার সম্পাদক রূহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ খান, অফিস সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য মাওলানা রুহুল আমিন কবির, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আবুল কাশেম, মো: শানুর আলী, মাওলানা ছালেহ আহমেদ ও হাফিজ ছমির হোসেন।
পৌর আল ইসলাহ’র সভাপতি হিসেবে সৈয়দ মিজানুর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা বদরউদ্দিন আল আমিন মনোনীত হন। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, ফিরোজ মিয়া, সহ সাধারণ সম্পাদক এটিএম শাকের, সাংগঠনিক সম্পাদক শাহ জুনায়েদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ নুরুদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনহার, অর্থ সম্পাদক হাফিজ সিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লায়েক আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রেদুয়ানুর রহমান, পাঠাগার সম্পাদক কামিল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হাসনাত বেলাল, অফিস সম্পাদক শফি আহমেদ, সদস্য রুমেন আহমেদ, আমির হুসেন, শুভন আহমেদ ও আলীনুর খান।
এদিকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
উপজেলা আল ইসলাহ’র বিদায়ী সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামি, মাওলানা অলিউর শামিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা আল ইসলাহ’র বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও পৌর আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।