স্টাফ রিপোটার:: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুসলিম সম্প্রদায় অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর এর ঈদ জামাত উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলার ৪০১টি মসজিদে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অধিকাংশ ঈদগাহ ও মসজিদে সাড়ে আটটায় ঈদজামাত অনুষ্ঠিত হয়। কিছু কিছু ঈদগাহ ও মসজিদগুলোতে সাড়ে সাত ও আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অন্যর সাথে কোলাকোলি করে মিলে মিশে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করে সবার সাথে কুশল বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষেরা। উপজেলা পরিষদে প্রথমবারের মতো অস্থায়ী ঈদগাহ বানিয়ে নামাজ আদায় করা হয়। মুসল্লীদের স্বাগত জানাতে তোরণ নিমাণ করা হয়।
জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জগন্নাথপুরে উৎসবমূখর পরিবেশে শান্তিপূণভাবে ঈদের জামাত পরিবেশিত হয়েছে। উপজেলা পরিষদে আমরা উৎসব আনন্দে ঈদের জামাত পড়েছি। তিনি জগন্নাথপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply